Chittagong Tourist attracktions
Chittagong is large port city on the southeastern coast of Bangladesh. The Ethnological Museum has exhibits about the many different ethnic tribes across the country. Zia Memorial Museum, inside the former Old Circuit House, displays items belonging to former president Ziaur Rahman, who was assassinated on the site in 1981.
বানিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলা ।
চট্টগ্রাম জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের
চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।
পাহাড়, সমুদ্র, উপত্যকা, বন-বনানীর কারণে চট্টগ্রামের মতো ভৌগোলিক বৈচিত্র্য বাংলাদেশের আর কোন জেলার নেই।
চট্টগ্রাম জেলার ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানের মধ্যে রয়েছেঃ-
১-আগুনিয়া চা-বাগান, উত্তর রাঙ্গুনিয়া - (Aguniya Cha Bagan)
প্রায় ৩০০০ একর জায়গার উপরে বিশাল এ চা বাগান(Aguniya Cha Bagan) রাংগুনিয়ায় অবস্থিত । এখানে প্রায় ১৫০০ কর্মচারী কাজ করে।কাপ্তাই উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও অনেক গুন বাড়িয়ে দিয়েছে । এই বাগানটি অত্র উপজেলার একটি চমকপ্রদ স্থান, মানুষজন প্রতিদিন বিকেল বেলায় এখানে বেড়াতে যায়। শুধুই সবুজ সবুজ আর সুবুজ, যে দিকে চোখ যায় শুধুই সবুজের সমাহার।
২-বাইতুল ইজ্জত এলাকা, বাজালিয়া, সাতকানিয়া।
৩-চট্টগ্রাম চিড়িয়াখানা।
৪-সন্দ্বীপ সমুদ্র সৈকত
সন্দ্বীপের প্রত্যেকটি জায়গা দেখার মত – ফসল ভরা মাঠ, সবুজ প্রকৃতি, হাট ,বাজার সব কিছুই। দ্বীপের উত্তর থেকে দক্ষিণের সব প্রান্ত ঘুরে দেখতে পারেন অনায়াসে। দ্বীপের উত্তরে দেখতে পারেন তাজমহলের আদলে নির্মিত শত বছরের পুরনো মরিয়ম বিবি সাহেবানী মসজিদ। আছে মসজিদ সংলগ্ন বড় দিঘী, মাজার। দ্বীপের দক্ষিণে আছে ঐতিহ্যবাহী শুকনা দিঘী।
Learn more:
Comments
Post a Comment