Tourist Attractions in Bogra - Mahasthangarh/মহাস্থানগড়
Tourist Attractions in Bogra -
Mahasthangarh/মহাস্থানগড়
11 Mind-Blowing Top Tourist Places In Bogra District
Learn more : Tourist Attractions in Bogra - traveldaybd
There are many interesting places to visit in Bogra. Mahasthangarh is one of them. Mahasthangarh lies in the Shivganj Upazila of Bogra district. The structure of ancient Pundranagar dates back about 4000 years. King Maura and King Gupta used Mahasthangarh as their provincial capitals.
Later, the Pal dynasty used Pundranagar or Mahasthangarh as the main capital. If you want to see the ruins of the ancient City of Pundra, you have to go to the western end of the Kartowa river flowing along with the city of Bogra.
Learn more : Tourist Attractions in Bogra - traveldaybd
জেলা
বাংলাদেশের একটি জেলা যা রাজশাহী বিভাগ এর অন্তর্গত। বগুড়া জেলায় ১২টি উপজেলা রয়েছে। উপজেলাগুলো হচ্ছেঃ সোনাতলা, আদমদিঘী, ধুনট, দুপচাঁচিয়া, গাবতলী, কাহালু, নন্দীগ্রাম, সারিয়াকান্দি, শেরপুর, শিবগঞ্জ, শাজাহানপুর ও বগুড়া সদর।
দর্শনীয় স্থান সমূহ -
Bogra historical place
বগুড়ায় অনেক দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষনীয় হল মহাস্থানগড়।
মহাস্থানগড় : মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যিশু খ্রিষ্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিক ভাবেই তার প্রমাণ মিলেছে। ২০১৬ সালে এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা হয়। প্রাচীর বেষ্টিত এই নগরীর ভেতর রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কয়েক শতাব্দী পর্যন্ত এ স্থান পরাক্রমশালী মৌর্য, গুপ্ত, পাল ও সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। তৃতীয় খ্রিষ্টপূর্বাব্দ থেকে পঞ্চদশ খ্রিষ্টাব্দ পর্যন্ত অসংখ্য হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করেন। মহাস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অন্তর্গত। বগুড়া শহর থেকে প্রায় ১৩ কি.মি. উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়৷। এখানে আরো রয়েছে:
* মাজার শরীফ
Learn more : Tourist Attractions in Bogra - traveldaybd
Comments
Post a Comment